বাংলায় কবিতা লিখবো ভাবলাম
কিন্তু আমি তো বাংলা লিখতে পারি না। লিখব কী করে?
দাঁড়ান .......দাঁড়ান .......
জানি অনেকে বলছেন ----
'বাঙালি হয়ে বাংলা লিখতে পারেন না'
'এ কি কান্ড!'
কি করব বলুন,
ইংলিশ-হিন্দি মিডিয়াম স্কুল ছিল।
সেই বাচ্চা বয়স থেকেই বাড়িতেও শেখায়নি কেউ।
এখুন গুগল বাবার সাহায্যে লিখি
কবিতা।
পারব কিনা জানি না।
তবে ব্যাঙ্গ হবে সেও ভাবি না,
ভালো লাগলে হাসবেন।
দুঃখ পেলে বলবেন।
সুখ দিতে পারব না।
পারবো না আমি তেল দিতে ,
পারবো না আমি পিছোতে ,
পারবো না আমি সাজাতে।
ছোট্ট চেষ্টা থাকলো আজ,
বাকিটা কালকের জন্য থাক।
কৃতিকার - Joytish Chakraborty ( হরেন্দ্র )
No comments:
Post a Comment